২০ জানুয়ারী ১৯৭২ঃ বাম দল
কম্যুনিস্ট পার্টি
বাংলাদেশ কম্যুনিস্ট পার্টি এক সভায় সিদ্ধান্ত নিয়েছে তাদের যে সমস্ত কর্মী মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিল তারা যেন শীঘ্রই তাদের অস্র যথাস্থানে জমা দেয় এবং জাতীয় মিলিশিয়াতে নাম অন্তর্ভুক্ত করে। সরকারী নির্দেশ মোতাবেক তারা যেন মহকুমা পর্যায়ে ২৬ জানুয়ারির আগেই অস্র জমা দেয়। তিনি বলেন অস্র পাননি কিন্তু প্রশিক্ষনপ্রাপ্ত এমন কর্মীরাও জাতীয় মিলিশিয়াতে যোগ দিবেন।
আসাদ দিবস পালন।
বিপ্লবী ছাত্র ইউনিয়ন ও বাংলা ছাত্র ইউনিয়ন
বিপ্লবী ছাত্র ইউনিয়ন ও বাংলা ছাত্র ইউনিয়ন যৌথ ভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ে সমাবেশ করে আসাদ দিবস পালন করে। হায়দার আনোয়ার জুনো এর সভাপতিত্তে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসাবে বক্তৃতা দেন অধ্যাপক আহমেদ শরীফ। সভায় আরও বক্তব্য দেন ছাত্রনেতা মোস্তফা জামাল হায়দার, শ্রমিক নেতা সিরাজুল হোসেন খান, বাংলা ছাত্র ইউনিয়ন সভাপতি মাহবুব উল্লাহ, বিপ্লবী ছাত্র ইউনিয়ন সাধারন সম্পাদক আতিকুল্লাহ ছাত্রনেতা নুরুজ্জামান। পরে একটি গন সঙ্গীতের আসর অনুষ্ঠিত হয়।
বাংলা ছাত্রলীগ
বিকেলে বিক্রমপুর হাউজের দলীয় কার্যালয়ে বাংলা ছাত্রলীগ এক আলোচনা সভার আয়জন করে। সভায় সভাপতিত্ব করেন দলের সভাপতি আল মুজাহিদি। বক্তব্য রাখেন ছাত্রলীগ সাবেক সভাপতি ফেরদৌস আহ্মেদ কোরেশী সহ অন্যান্য নেতৃবৃন্দ। স্বাধীনতার পর এ দুটি ছাত্র সংগঠনের এটিই প্রথম কর্মসূচী।