You dont have javascript enabled! Please enable it! 1972.01.19 | ১৯ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিব ভুট্টোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন - সংগ্রামের নোটবুক

১৯ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিব ভুট্টোর প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন

প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান পাকিস্তানের সাথে কনফেডারেশন গঠনের জুলফিকার আলী ভুট্টোর প্রস্তাব ঘৃণা ভরে প্রত্যাখ্যান করেছেন। তিনি ঢাকা ক্যান্টনমেন্ট এ পাকিস্তানী সিভিল যুদ্ধবন্দী পরিদর্শন কালে সাংবাদিকরা ভূট্টোর কোয়েটায় দেয়া প্রস্তাবের উপর প্রশ্ন করলে শেখ মুজিব প্রশ্নের জবাবে একথা বলেন। তিনি বলেন আমি আর পাকিস্তান চাই না। প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ মহল থেকে বলা হয় শেখ মুজিব ভুট্টোর প্রস্তাবকে পরিহাস বলে গণ্য করেন কারন। গত বসন্তে শেখ মুজিবকে প্রধানমন্ত্রী হিসেবে মেনে নিতে ভুট্টোই আপত্তি করেছিলেন। লন্ডন অবজারভারে তাদের ঢাকাস্থ প্রতিনিধির বরাত দিয়ে যে খবর প্রকাশ করা হয়েছে তা তিনি অস্বীকার করেছেন। লন্ডন অবজারভারে বলা হয় ঢাকার প্রতিনিধির সাথে শেখ মুজিব এক সাক্ষাৎকারে বলেন বাংলাদেশকে কমনওয়েলথ থেকে বাহিরে রাখার জন্য ভুট্টো যদি চেষ্টা করেন তাহলে শেখ মুজিব পশ্চিম পাকিস্তান দখল করে তাকেও বাংলাদেশ বানাবেন।