১৯ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের সাথে সাক্ষাৎ
গোপালগঞ্জের কোটালিপাড়া থেকে আওয়ামী লীগ নেতা আবুল কাশেমের নেতৃত্ব এ মুক্তিযুদ্ধে ক্ষতিগ্রস্ত একদল লোক শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন। এ সময় তাদের কাছ থেকে পাক বাহিনীর অত্যাচারের কাহিনী শুনে তিনি বাক রুদ্ধ হয়ে যান। এদলের সাথে ছিলেন হেমায়েত বাহিনী প্রধান সহ স্থানিয় বিভিন্ন পর্যায়ের মুক্তিযোদ্ধা অধিনায়ক। আড়াই শত অন্ধ লোকের একটি দল সচিবালয়ে শেখ মুজিবের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন। শেখ মুজিব তাদের চার নেতাকে ডেকে তাদের সাথে কথা বলেন। তারা তাদের পুনর্বাসনে সরকারের কাছা কিছু দাবী দাওয়া পেশ করেন। শেখ মুজিব তাদের দাবী দাওয়া যুক্তিসঙ্গত বলে বাস্তবায়নে পদক্ষেপ নেয়ার আশ্বাস দেন।