১৯ জানুয়ারী ১৯৭২ ঃ বাংলাদেশের মন্ত্রীসভা সম্প্রসারন
প্রথম বারের মতো স্বাধীন বাংলাদেশের মন্ত্রীসভা সম্প্রসারন করা হয়েছে। নতুন মন্ত্রীরা হলেন রংপুর থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ও সাবেক পূর্ব পাকিস্তান ফেডারেশন অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রি এর সভাপতি রংপুর জেলা আওয়ামী লীগ সভাপতি মতিউর রহমান, চট্টগ্রাম ২ আসন থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ও মুক্তিযুদ্ধে আমেরিকায় প্রবাসী সরকারের দুত চট্টগ্রাম জেলা আওয়ামী লীগ সভাপতি এমআর সিদ্দিকি। কালিয়াকৈর থেকে নির্বাচিত জাতীয় পরিষদ সদস্য ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি মোহাম্মদ শামশুল হক। বঙ্গভবনে বিকেল চারটায় রাষ্ট্রপতি আবু সাইদ চৌধুরী মন্ত্রীদের শপথ বাক্য পাঠ করান। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান, শিল্প মন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম, যোগাযোগ মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী, অর্থ ও রাজস্ব মন্ত্রী তাজ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বাহিনী প্রধান কর্নেল ওসমানী, আওয়ামী লীগ নেতা আব্দুর রশিদ তর্কবাগীশ, আওয়ামী লীগ নেত্রী বদ্রুন্নেসা আহমেদ, সেচ ও বিদ্যুৎ মন্ত্রী খন্দকার মস্তাক আহমেদ, ত্রান ও পুনর্বাসন মন্ত্রী এএইচএম কামারুজ্জামান, শিক্ষামন্ত্রী অধ্যাপক ইউসুফ আলী, পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ, স্বাস্থ্যমন্ত্রী জহুর আহমদ, খাদ্য মন্ত্রী ফণী ভূষণ মজুমদার, কৃষি মন্ত্রী শেখ আব্দুল আজিজ, আইনমন্ত্রী ডঃ কামাল হোসেন, ন্যাপ নেতা অধ্যাপক মোজাফফর আহমেদ, কম্যুনিস্ট পার্টির মনিসিং, চীন ও যুক্তরাষ্ট্র ছাড়া বাকী দেশ গুলোর মিশন প্রধান বিদেশ থেকে আসা অতিথিগন উপস্থিত ছিলেন। এ অনুষ্ঠান দিয়ে বঙ্গভবনের দরবার হলের কার্যক্রম শুরু হল। দরবার হলটি স্বাধীনতা যুদ্ধে ভারতীয় বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছিল।