১৯ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশে ভারতের চার্জ দ্যা এফেয়ারস এমএন দিক্ষিত
বাংলাদেশে নিযুক্ত ভারতের চার্জ দ্যা এফেয়ারস এমএন দিক্ষিত আজ পররাষ্ট্র মন্ত্রী আব্দুস সামাদ আজাদের কাছে পরিচয় পত্র জমা দেন। স্বাধীন বাংলাদেশে কোন বিদেশী কূটনীতিকের পরিচয় পত্র দেয়া এই প্রথম। অনুষ্ঠানে দুই দেশের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সামাদ তাদের উদ্দেশে সংক্ষিপ্ত ভাষণে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে ভারতের ভুমিকা কৃতজ্ঞতার সাথে স্মরণ করেন। তিনি বলেন স্বাধীনতা যুদ্ধ চলাকালীন ভারত বাংলাদেশের এক কোটি শরণার্থীকে আশ্রয় ও খাদ্য দিয়েছে। তিনি বলেন ভারতের এ সমর্থন বাংলাদেশের ইতিহাসে সোনার অক্ষরে লেখা থাকবে। তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এবং পররাষ্ট্রমন্ত্রী সরন সিং এর উচ্ছসিত প্রশংসা করেন। দীক্ষিত বলেন আমার জন্য এ এক বিশেষ গৌরবের ব্যাপার। বাংলাদেশের মুক্তি সংগ্রামের সাথে আমি গত একবছর যাবত জড়িত ছিলাম। আশা করি পররাষ্ট্রনীতির ক্ষেত্রে আমার দেশ এবং বাংলাদেশ যুক্ত নীতি অনুসরণে উপযুক্ত ভুমিকা আমি পালন করতে পারব। তিনি বলেন ভারত গত দশ মাসে যা করেছে তা দুই দেশের স্বার্থেই করেছে। এখানে যোগদানের আগে তিনি পররাষ্ট্র মন্ত্রনালয়ের পরিচালক ছিলেন। পরে দীক্ষিত প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের সাথে দেখা করেন।