১৯ জানুয়ারী ১৯৭২ঃ ইন্দিরা গান্ধী
ভারতের প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী বিহারের লাহিরিরায় এক জনসভায় বলেছেন ভারতের সাথে বাংলাদেশের বন্ধুত্ব পূর্ণতা পেয়েছে এবং শক্তিশালী হয়েছে। তিনি বলেন পাকিস্তানের জনগনের প্রতি ভারতের জনগনের কোন খারাপ দৃষ্টিভঙ্গি নেই। ভারত সব সময় পাকিস্তানের সহিত সহযোগিতা এবং শান্তিতে বসবাস করতে চায়। আমাদের লক্ষ্য সবসময় দারিদ্র্যতার বিরুদ্ধে সংগ্রাম করা। তিনি বলেন তার দেশের উপর বহিশক্তির কোন হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না। পরে ইন্দিরা গান্ধী বাংলাদেশের আকাশ পথ দিয়ে গৌহাটি যাওয়ার পথে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবের কাছে বিমান থেকে শুভেচ্ছা বার্তা প্রেরন করেন। বার্তায় তিনি বলেন সোনার বাংলার উপর দিয়ে আমি বিমানে যাচ্ছি এ সময় আপনাদের মহান জনগনের কথা খুব মনে পড়ছে। আপনারা আমার আন্তরিক শুভেচ্ছা গ্রহন করুন। ইন্দিরার বার্তার জবাবে শেখ মুজিব ভারতের প্রধানমন্ত্রীর প্রতি শুভেচ্ছা জানান।