১৪ এপ্রিল ১৯৭১ চুয়াডাঙ্গায় প্রবাসী সরকারের শপথ বাতিল
১০ এপ্রিল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার গঠনের পর চুয়াডাঙ্গাকে বাংলাদেশের অস্হায়ী রাজধানী করা হয়। মন্ত্রিসভার আনুষ্ঠানিক শপথের জন্য ১৪ এপ্রিল দিন নির্ধারণ করা হয়। রাজধানীর বিষয়টি সংগ্রাম কমিটির আহবায়ক ডা.আসহাবুল হক এমপিএ আনন্দের সাথে দেশি বিদেশী সাংবাদিকের নিকট প্রকাশ করে ফেলেন। আকাশবাণীও বিষয়টি গোপন রাখেনি। রাজধানির গোপন তথ্য ফাঁস হওয়ার পর পাকিস্তানি বিমান বাহিনী চুয়াডাঙ্গায় মুক্তি বাহিনির সদর দপ্তর ধ্বংস করে দেয়। মুক্তি বাহিনি পিছু হটার পর ১৪ তারিখে ধার্য শপথ গ্রহনের স্থান পরিবর্তন করে নেয়া হয় মেহেরপুরের সীমান্তে বৈদ্যনাথ তলায় যা আজ মুজিব নগর।
এখানেই স্বাধীন দেশের রেডক্রস জন্মলাভ করে ১৯৭১ সালের ২৮ মার্চ। বাংলাদেশ নাম দিয়ে টেলিফোন চালু হয় এখানেই। প্রথম রাষ্ট্রীয় মনোগ্রাম ও সিলমোহর তৈরি হয়েছে চুয়াডাঙ্গা থেকেই। প্রথম সরকারী পরিপত্র জারী করা হয় এখান থেকে। অবশ্য তখন প্রবাসী সরকার গঠন হয়নি কিন্তু তাজউদ্দিন এর সম্মতি ছিল। মেজর আবু ওসমান ঐ পরিপত্রে এসপি মাহবুব এসডিও তৌফিক এলাহি চৌধুরী এবং ঝিনাইদহ ক্যাডেট কলেজের অধ্যাপক শফিউল্লাহ কে ক্যাপ্টেন পদে আত্তীকরণ করেন। মেজর আবু ওসমান বিদেশী সাংবাদিকদের ভিসা মঞ্জুর করেন এখান থেকেই।