You dont have javascript enabled! Please enable it! 1972.01.18 | যুদ্ধপরাধী বিচারে বাংলাদেশের উদ্যোগকে ভারতের সমর্থন - সংগ্রামের নোটবুক

১৮ জানুয়ারী ১৯৭২ঃ যুদ্ধপরাধী বিচারে বাংলাদেশের উদ্যোগকে ভারতের সমর্থন।

ভারত পাকিস্তানী যুদ্ধপরাধীদের বিচারের জন্য জাতিসংঘকে বলেছে। এ সকল ঘৃণ্য যুদ্ধপরাধীরা জেনেভা কনভেনশন অনুযায়ী কোন ছাড় পেতে পারেনা। ভারত সরকারের এ ধরনের একটি পত্র সেখাঙ্কার ভারতের স্থায়ী প্রতিনিধি সমরসেন জাতিসংঘ মহাসচিব কুর্টওয়ালড হেইমের কাছে পৌঁছে দেন। সমর সেন বলেছেন যুদ্ধপরাধীদের বিচারের বাংলাদেশের উদ্যোগকে তারা সমর্থন করে। পত্রে জেনেভা কনভেনশনের সংশ্লিষ্ট ধারা দৃষ্টি আকর্ষণ করে বলা হয় যুদ্ধবন্দীদের বা সিভিলিয়ান যারা আটকের পূর্বে জঘন্য অপরাধ করেছে তাদের সুরক্ষা দেয় না। সমর সেন এর পত্রে বলা হয়েছে যুদ্ধবন্দীদের ভারতের হেফাজতে বাংলাদেশ রেখেছে যুদ্ধপরাধীদের বিরুদ্ধে তদন্ত শেষ না হওয়া পর্যন্ত। এ সকল যুদ্ধবন্দীদের ক্যাম্পে সরানোর শেষ দিন ছিল এদিন। তিনি বলেন বাংলাদেশ সরকারের এ সকল যুদ্ধবন্দীদের বিচারের মুখোমুখি করার জন্য ফেরত নেয়ারও অধিকার রয়েছে। তিনি বলেন সকল পর্যায়ে বাংলাদেশ সরকার নিশ্চিত করেছে যে তারা নিরপেক্ষ বিচার করবে। তারা এ সকল যুদ্ধপরাধীদের আইনি লড়াই করার সকল সুযোগ প্রদান করবে।