১৮ জানুয়ারী ১৯৭২ঃ সদরঘাটে মুক্তিযোদ্ধা সংবর্ধনায় সৈয়দ নজরুল ইসলাম
শিল্প ও বাণিজ্য মন্ত্রী সৈয়দ নজরুল ইসলাম ঢাকা সদরঘাটে মুক্তিযোদ্ধা সংবর্ধনায় বলেন সরকার যে সমস্ত শত্রু (পরিত্যাক্ত) শিল্প প্রতিষ্ঠান সরকারের নিয়ন্ত্রণে নিয়েছেন তা ব্যাবস্থাপনার জন্য কোন বাঙালি বা অবাঙ্গালি কাউকেই দেয়া হবে না। সরকার সময়মত সকল বৃহৎ শিল্প প্রতিষ্ঠান জাতীয়করন করবেন। তিনি মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করে বলেন তাদের উচিত এখন জাতি গঠনমূলক কাজে মনোনিবেশ করা। শিল্পমন্ত্রী সমাজের সকল স্তরে কৃচ্ছতা সাধনের আহবান জানান।