১৮ জানুয়ারী ১৯৭২ঃ রেডক্রস তিন মাসের ত্রান পরিকল্পনা নিয়ে শেখ মুজিবের সাথে দেখা করেছেন।
আন্তজার্তিক রেডক্রসের প্রধান মারফি বাংলাদেশ রেডক্রস প্রধান গাজী গোলাম মোস্তফাকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ মুজিবের সাথে দেখা করেছেন। রেডক্রস প্রধান মারফি শেখ মুজিবের সাথে বাংলাদেশে ত্রান পরিকল্পনা নিয়ে আলাপ আলোচনা করেছেন এবং তিন মাসের ত্রান পরিকল্পনার স্কিম পেশ করেছেন। সরকার স্কিমটি পরীক্ষা নিরীক্ষা করে দেখবেন। তিনি বলেন রিলিফ পরিচালনার জন্য উভয় রেডক্রস যুক্ত ভাবে ত্রান পরিচালনা করবেন।