You dont have javascript enabled! Please enable it! 1972.01.18 | ১৫০০ কয়েদিকে মুক্তি ও সাজা রেয়াত দিয়েছে সরকার - সংগ্রামের নোটবুক

১৮ জানুয়ারী ১৯৭২ঃ ১৫০০ কয়েদিকে মুক্তি ও সাজা রেয়াত দিয়েছে সরকার।

দেশের স্বাধীনতা উদযাপনের জন্য দেশের বিভিন্ন জেল থেকে ১৫০০ বিভিন্ন শ্রেণীর কয়েদিকে মুক্তি ও সাজা রেয়াত দিয়েছে সরকার। এদের বেশীরভাগই ৭১ এ সামরিক আদালতে দণ্ডপ্রাপ্ত আসামী। এ প্রসঙ্গে প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান বলেন মুক্ত কয়েদীরা স্বাধীন বাংলাদেশে দায়িত্বশীল নাগরিক হিসেবে আচার আচরন করবে এবং জাতি গঠন ও পুনর্গঠনে সক্রিয় অংশ গ্রহন করবে। সাজা রেয়াত হল যারা মৃত্যুদণ্ড প্রাপ্ত হয়েছিল তাদের সাজা কমিয়ে ১৪ বছর করা হয়েছে। তিন মাস সাজা রেয়াতের পর যার সাজা অর্ধেক হয়েছে তারা মুক্ত হবেন যাদের হয়নি পরবর্তীতে তাদের সাজার মেয়াদ দুই তৃতীয়াংশ হলেই মুক্ত হবেন। এ ছাড়াও বিভিন্ন ক্যাটেগরিতে সাজা মওকুফ করে বিপুল সংখ্যক বন্দীকে মুক্তি দেয়া হয়েছে।