You dont have javascript enabled! Please enable it! 1972.01.17 | ১৭ জানুয়ারী ১৯৭২ঃ নিউজউইক ও তাস এর সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব - সংগ্রামের নোটবুক

১৭ জানুয়ারী ১৯৭২ঃ নিউজউইক ও তাস এর সাথে সাক্ষাৎকারে শেখ মুজিব

নিউজ উইকের সাথে এক সাক্ষাৎকারে শেখ মুজিব বলেছেন জেলে থাকা অবস্থায় ইয়াহিয়ার সাথে তার সাক্ষাৎ হয়নি কেবল জেল থেকে মুক্তির পর গৃহবন্দী থাকাকালে ভূট্টোর সাথে তার সাক্ষাৎ হয়েছে। তিনি বলেন তিনি জেলখানায় কোন দৈহিক নয় মানসিক খারাপ ব্যাবহার পেয়েছেন। সবচে খারাপ হল আমাকে নির্জন সেলে রাখা হয়েছিল। বাইরের সাথে আমার কোন যোগাযোগ ছিল না। কোন সংবাদপত্র বই রেডিও কিছুই আমাকে দেয়া হয়নি। কোন চিঠি আদান প্রদানের সুযোগ ছিল না। তিনি বলেন ইয়াহিয়া খান আমাকে আত্মসমর্পণের দিন ফাঁশি দিতে চেয়েছিল কিন্তু ভূট্টো তা চান নি। তাকে এক্সময় অন্য স্থানে লুকিয়ে রাখতে হয়েছিল। তিনি বলেন নির্জন বন্দী জীবনে আমি কাদিনি আমি কেদেছি আমার অপরূপ সোনার বাংলাকে দেখে। সোভিয়েত সংবাদ সংস্থা তাসের সাথে এক সাক্ষাৎকারে শেখ মুজিব বাংলাদেশের ন্যায়সঙ্গত সংগ্রামের প্রতি অব্যাহত সমর্থন দেয়ার জন্য সোভিয়েত ইউনিয়নের সরকার ও জনগনের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি নিরাপত্তা পরিষদে বাংলাদেশের মুক্তি সংগ্রামের পক্ষে সোভিয়েত ইউনিয়ন গুরুত্বপূর্ণ ভুমিকা পালন করছে তা তিনি বিশেষ ভাবে উল্লেখ করেন। তিনি বলেন পাকিস্তানের কারাগারে থাকাকালীন তিনি জানতে পেরেছিলেন সোভিয়েত ইউনিয়ন এর বিভিন্ন সংস্থা এবং সরকার তার মুক্তির জন্য ব্যাপক ভুমিকা রাখছে। এর জন্য তিনি সোভিয়েত জনগনের কাছে কৃতজ্ঞ। তিনি বলেন আমি বিশ্বাস করি বাংলাদেশ এবং সোভিয়েত ইউনিয়নের মধ্যে বন্ধুত্ব উত্তরোত্তর বৃদ্ধি পাবে।