You dont have javascript enabled! Please enable it! 1972.01.16 | ১৬ জানুয়ারী ১৯৭২ঃ লালদীঘির সমাবেশে মতিয়া চৌধুরী - সংগ্রামের নোটবুক

১৬ জানুয়ারী ১৯৭২ঃ লালদীঘির সমাবেশে মতিয়া চৌধুরী

চট্টগ্রামের লালদিঘির সমাবেশে ন্যাপ নেত্রী মতিয়া চৌধুরী বলেছেন লক্ষ লক্ষ বাঙ্গালীর আত্মত্যাগে আমরা স্বাধীনতা অর্জন করেছি এ স্বাধীনতাকে কোন প্রকারেই আমরা বিপন্ন হতে দেবনা। দল ও মতের বেবধান ভুলে সাড়ে সাত কোটি বাঙ্গালী স্বাধীনতা অর্জনের জন্য ঐক্য বদ্ধ হয়ে সংগ্রাম শুরু করেছিল। স্বাধীনতার বাস্তব রুপায়নের জন্য আমরা যে কোন কোরবানির বিনিময়ে ঐক্য বদ্ধ থাকব। তিনি স্বাধীনতা যুদ্ধে সকল শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা যুদ্ধে সক্রিয় সাহায্য করার জন্য ভারত ও সভিয়েত ইউনিয়নের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে বিরোধিতা করায় যুক্তরাষ্ট্র ও চীনের কঠোর সমালোচনা করে বলেন তারা এখন ভারতের সাথে আমাদের বন্ধুত্তে ফাটল ধরাতে তৎপর। তিনি বলেন বাংলাদেশ আর যুক্তরাষ্ট্রের মধ্যে বন্ধুত্ব হতে পারেনা। গনতন্ত্র, সমাজতন্ত্র ও ধর্মনিরপেক্ষতার ভিত্তিতে বাংলাদেশ গঠনে তার দল আওয়ামী লীগকে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দিয়েছেন। তিনি সব রকম শোষণ বেতিরেকে সোনারবাংলা গড়ে তোলার আহ্বান জানান। সভার অপর বক্তা ন্যাপ কেন্দ্রীয় নেতা হারুনুর রশিদ চৌধুরী বলেছেন স্বাধীনতার ফুলকে বাংলাদেশের দ্বারে দ্বারে পৌঁছে দেয়ার আহবান জানান। তিনি বলেন স্বাধীনতার ফল অল্প সংখ্যক লোককে ভোগ করতে দেয়া হবে না। কারন অনেক ত্যাগের বিনিময়ে আমরা স্বাধীনতা এনেছি।