১৩ এপ্রিল, ১৯৭১
শান্তি কমিটি গঠনের পর সামরিক সরকারের অর্থায়নে ও পৃষ্ঠপোষকতায় এই দিনে তারা ৯ মাসের সময়কালিন সময়ে বৃহত্তম সমাবেশ ও মিছিল করে। মিছিলটি বাইতুল মুকারম মসঝিদ থেকে শুরু হয়ে পুরান ঢাকায় গিয়ে শেষ হয়।ঢাকা শহরের পাড়া-মহল্লার সব দালালদের জড়ো করে মিছিলের আয়োজন করা হয় এদিন। দেশবাসীর মধ্যে ভীতি ছড়ানোই ছিলো এ মিছিলের উদ্দেশ্য। ১৩ এপ্রিলের এ মিছিলের সামনের কাতারে ছিলো কুখ্যাত ঘাতক প্রাদেশিক জামাত সভাপতি গোলাম আযম, প্রাদেশিক কাউন্সিল মুসলিম লীগ সভাপতি খাজা খয়ের উদ্দিন, পিডিপি ভাইস প্রেসিডেন্ট মাহমুদ আলী, কাউন্সিল মুসলিম লীগ ভাইস প্রেসিডেন্ট একিউএম শফিকুল ইসলাম, জনাব সদরুদ্দিন, এ.টি. সাদী, কাউন্সিল মুসলিম লীগ সাধারন সম্পাদক আবুল কাসেম, আব্দুল জব্বার খদ্দর, আজিজুল হক, কেএসপি সভাপতি এএসএম সোলায়মান, ইসলামী গণতন্ত্রী দল সভাপতি মেজর আফসার উদ্দিন, একে রফিকুল হোসেন, আতাউল হক, অ্যাডভোকেট শফিকুর রহমান, পি ডি পি নেতা জুলমত আলী, কবি বেনজীর আহমদ, জমিওত এর পীর মোহসেন উদ্দিন দুদু মিয়া কাইউম মুস্লিম লীগের খান আব্দুস সবুর খান।