You dont have javascript enabled! Please enable it! 1971.04.12 | ১২ এপ্রিল ১৯৭১ | দৈনিক সংগ্রামে একিউএম শফিকুল ইসলাম | বেতার ভাষণে সবুর খান | মুসলিম লীগ সভাপতি শামসুল হুদার নেতৃত্বে একটি প্রতিনিধিদল টিক্কা খানের সঙ্গে সাক্ষাৎ - সংগ্রামের নোটবুক

১২ এপ্রিল ১৯৭১ রাজনৈতিক দল
এদিনের দৈনিক সংগ্রামে একিউএম শফিকুল ইসলাম পাকিস্তানের অনিবার্যতা এবং পটভূমি ব্যাখ্যা করে একটি প্রবন্ধ লেখে। সে জোর দিয়ে বলে যে, দ্বি-জাতিতত্ত্ব ও ইসলামী মূল্যবোধের ভিত্তিতে পাকিস্তান সৃষ্টিতে পূর্ব-পাকিস্তানি মুসলমানদের ভূমিকা ছিল অগ্রগণ্য। প্রেসিডেন্ট ইয়াহিয়া যখন দেশে একটি যথার্থ শাসনতন্ত্র উপহার দিতে যাচ্ছে, তখনই বিচ্ছিন্নতাবাদীদের সঙ্গে ষড়যন্ত্র করে ভারত পাকিস্তানের অস্তিত্বের মূলে আঘাত করেছে। কিন্তু তার জেনে রাখা দরকার, কোনো দেশপ্রেমিক পাকিস্তানিই তা রবদাশত করবে না।
বেতার ভাষণে সবুর খান একটুও দয়া না দেখিয়ে মুক্তিযোদ্ধা ও সহযোগিতাকারীদের খতম করার আহবান জানায়। এমনকি সন্দেহজনক যেকোনো লোকের বিরুদ্ধেও ব্যবস্থা নিতে বলে।
মুসলিম লীগ সভাপতি শামসুল হুদার নেতৃত্বে একটি প্রতিনিধিদল গণহত্যার নায়ক টিক্কা খানের সঙ্গে সাক্ষাৎ করে এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেয়।