১৬ জানুয়ারী ১৯৭২ঃ জাতীয় শোক দিবসে শেখ মুজিবুর রহমান
এক বানীতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমান দেশবাসীকে আশ্বাস দিয়ে বলেন শহীদের রক্তস্রোত এবং মায়েদের অস্রু বৃথা যাবে না। আমাদের প্রিয় মাতৃভূমিকে সত্যিকার অর্থে সোনারবাংলা রুপে গড়ে তোলার উদ্দেশে পুনর্বাসন ও পুনর্গঠন কাজে আত্মনিয়োগের জন্য তিনি জনগনের প্রতি আহবান জানিয়েছেন। তিনি বলেন আজ জাতীয় শোক দিবস। স্বাধীনতা সংগ্রামে জঘন্যতম শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করে যারা শহীদ হয়েছেন তাদের জন্য আমরা শোক প্রকাশ করছি। শত্রুর বর্বরতা নজীর বিহীন তারা বাংলাদেশের ৩০ লাখ নরনারী হত্যা করেছে। দেশে এমন কোন পরিবার নেই যারা কোন না কোন ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আজ জাতীয় এই শোক দিবসে আমি আপনাদের এই প্রতিশ্রুতি দিতে চাই যে শহীদদের রক্ত ও মায়েদের অশ্রু বৃথা যেতে দেয়া হবে না। আসুন আমরা পুনর্বাসন ও পুনর্গঠন কাজে আত্মনিয়োগ করে দেশকে সোনার বাংলা রুপে গড়ে তুলি। শোক দিবস উপলক্ষে শেখ মুজিবুর রহমান তার বাস ভবনে সকল শ্রেণীর শোকার্ত লোকদের সাক্ষাৎ প্রদান করেন।