১২ এপ্রিল ১৯৭১ স্বাধীন বাংলা বেতার কেন্দ্র
এই দিনে বি এস এফ রাজ্য সদর দফতর সাল বাগানে স্বাধীন বাংলা বেতার কেন্দ্র স্থানান্তর করা হয় তারপর আগরতলার কাছেই বনমালিপুরে জনাব বর্মণের বাড়িতে পাকাপোক্ত ভাবে স্থাপন করা হয়। কলকাতায় বালিগঞ্জে উচ্চখমতা সম্পন্ন বেতারকেন্দ্র স্থাপনের পূর্ব পর্যন্ত অর্থাৎ ২৫ মে পর্যন্ত এই কেন্দ্র চালু ছিল।