১৬ জানুয়ারী ১৯৭২ঃ জাতীয় শোক দিবস পালন- ছাত্র ইউনিয়ন, সিপিবি,ন্যাপ
ছাত্র ইউনিয়ন জাতীয় শোক দিবস উপলক্ষে সায়েন্স এনেক্স বিল্ডিং এ সকালে এক ছাত্র সমাবেশের আয়োজন করে। সভা শেষে শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করে শহীদদের প্রতি শ্রদ্ধা জানায়। সভায় সভাপতিত্ব করেন ছাত্র ইউনিয়ন সভাপতি নুরুল ইসলাম নাহিদ। অনুষ্ঠানে অতিথি হিসাবে বক্তব্য প্রদান করেন মনি সিং। আরও বক্তব্য রাখেন ছাত্র ইউনিয়নের ্সাধারন সম্পাদক মুজাহিদুল ইসলাম সেলিম, ইউকসু ভিপি ইয়াফেস ওসমান, জিএম ইয়াকুব, নাসিমুন আরা মিনু সভায় বক্তব্য রাখেন। সভাপতির ভাষণে নুরুল ইসলাম নাহিদ বলেন আমরা শহীদ দের স্বপ্ন সার্থক করে তুলবো সকল শ্রেণীর মানুষের অধিকার প্রতিষ্ঠা করব। তিনি বলেন শহীদ দের স্বপ্ন বাস্তবায়ন করা হলেই তাদের প্রতি প্রকৃত শ্রদ্ধা নিবেদন হবে। ছাত্র ইউনিয়নের সকল শাখা অফিসে পতাকা অর্ধ নমিত রাখা হয় এবং শোকসভার আয়োজন করা হয়।
সিপিবি কেন্দ্রীয় কার্যালয়ে শোকসভার আয়োজন করে সেখানে সভাপতিত্ব করেন দলের সভাপতি মনি সিং। সভায় বক্তব্য রাখেন আব্দুস সালাম, খোকা রায়, ফরহাদ হোসেন, অনিল মুখার্জি, গাজী আমিনুল হক, মালেকা বেগম। সভায় গনতান্ত্রিক সমাজতন্ত্র প্রতিষ্ঠার শপথ গ্রহন করা হয়। ন্যাপ দলীয় কার্যালয়ে এক শোক সভার আয়োজন করে। সভায় সভাপতিত্ব করেন শহর ন্যাপ সভাপতি আব্দুল হালিম। তিনি তার বক্তব্য এ বলেন শত্রুরা আমাদের অর্জিত স্বাধীনতা নস্যাৎ করার ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের প্রতি সজাগ থাকার জন্য তিনি জনসাধারনের প্রতি আহবান জানান। দলের সাধারন সম্পাদক আলতাফ হোসেন তার বক্তব্য এ বলেন শোষণহীন সমাজ গঠনের মাধ্যমে আমরা জনগন ও শহীদ দের কাছে প্রতিজ্ঞাবদ্ধ। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সাইদুল হাসান, জাকির আহমেদ।