১৫ জানুয়ারী ১৯৭২ঃ পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে জুলফিকার আলী ভূট্টো
পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো পেশোয়ার বিশ্ববিদ্যালয়ে এক ছাত্র সমাবেশে বলেছেন তিনি উপমহাদেশে শান্তি চান আর এজন্য তিনি ভারতের সাথে শর্তহীন আলোচনা কামনা করেন। যদি ভারত পূর্ব শর্ত চাপিয়ে দেয় তাহলে তো আর দরকষাকষির সুযোগ থাকে না। ভারত পাকিস্তানের উভয় ভূখণ্ড থেকে এখনও তার সৈন্য প্রত্যাহার না করায় তিনি অবাক হয়েছেন। পূর্ব পাকিস্তানে সৈন্য রেখে জিম্মি করার ভারতের ইচ্ছা তিনি কখনও মেনে নেবেন না। তিনি বলেন তিনি শেখ মুজিবের সাথে আরও আলোচনা চালিয়ে যেতে চান। তিনি বলেন সামনে তাহাদের কাজ হল দেশকে রক্ষা করা এবং নিকট ভবিষ্যতে পূর্ব পশ্চিম সম্পর্ক এর একটি রূপ দেয়া। তিনি তার আগের উক্তির পুনরুল্লেখ করে বলেন আমি পূর্ব পাকিস্তানে খাদ্য বস্র এবং সিমেন্ট পাঠাতে চাই। পূর্ব পাকিস্তান যদি চায় তাদের জন্য আমি সশস্র লোক এবং বেসামরিক কর্মচারী পাঁঠাতে পারি। পশ্চিম পাকিস্তানের জনগন পূর্ব পাকিস্তানের জনগনের জন্য যে কোন ধরনের ত্যাগ স্বীকারে প্রস্তুত আছে। তিনি বলেন শেখ মুজিব পূর্ব পাকিস্তানে পাকিস্তান সেনাবাহিনীর নির্মম অত্যাচারের অভিযোগ এনেছেন এ প্রসঙ্গে তিনি বলেন আর্মি হল আদেশের গোলাম তারা উপরের নির্দেশ পালন করেছে মাত্র। যারা এরুপ হুকুমের আসামী তাদের ইতিমধ্যেই গৃহবন্দী করে রাখা হয়েছে। তিনি বলেন কতিপয় সেনা এরূপ অপরাধ করে থাকতে পারে তবে ঢালাও অভিযোগ সঠিক নয়। তিনি বলেন একক পাকিস্তান প্রতিষ্ঠায় তিনি যে কোন ত্যাগ স্বীকারে প্রস্তুত আছেন। তিনি বরাবরই বলে আসছেন শেখ মুজিব পূর্বের সংখ্যাগরিষ্ঠ নেতা আর আমি পশ্চিমের সংখ্যাগরিষ্ঠ নেতা। তিনি বলেন শেখ মুজিবের কাছে ইহা আমার আন্তরিক প্রস্তাব। আমি আশা করি তিনি তা আমলে নিবেন।