You dont have javascript enabled! Please enable it! 1972.01.15 | ১৫ জানুয়ারী ১৯৭২ঃ ঢাকায় পূর্ব জার্মান পররাষ্ট্রমন্ত্রী উইঞ্জার - সংগ্রামের নোটবুক

১৫ জানুয়ারী ১৯৭২ঃ ঢাকায় পূর্ব জার্মান পররাষ্ট্রমন্ত্রী উইঞ্জার

পূর্ব জার্মান পররাষ্ট্রমন্ত্রী উইঞ্জার বলেছেন বাংলাদেশের শরণার্থীদের ত্রান ও পুনর্বাসনে তার দেশ সম্ভাব্য সব রকম সহায়তা দিতে প্রস্তুত রয়েছে। এ জন্য আমরা কতটুকু সাহায্য করতে পারি তার কর্মপন্থা নির্ধারণ করা হচ্ছে। তিনি বলেন বাংলাদেশ স্বাধীন হওয়ায় এখানে সম্পূর্ণ নতুন পরিস্থিতি বিরাজ করছে। তিনি বলেন দু দেশের মধ্যে কিভাবে অর্থনৈতিক কারিগরি ও সাংস্কৃতিক সম্পর্ক স্থাপন করা যায় তা পরীক্ষা করবেন। স্বাধীন বাংলাদেশে আস্তে পেরে তিনি খুশী হয়েছেন এবং বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য রাষ্ট্রগুলোকে অনুরোধ জানাবেন। তিনি বলেন অতীত সম্পর্ক না থাকায় এ এলাকার সমস্যা সম্পর্কে তাদের বেশী কিছু জানা নেই। পাকিস্তান তার দেশের সাথে ৭০-৭১ সালে কূটনীতিক সম্পর্ক স্থাপনের চেষ্টা করেছিল এর মধ্যে মুক্তিযুদ্ধ শুরু হওয়ায় এবং বাঙ্গালীদের উপর নির্যাতন গণহত্যার কারনে তার দেশ সে সম্পর্ক স্থাপন করেনি। তিনি বলেন তার দেশ শুরু থেকে বাংলাদেশ আন্দোলন সমর্থন করে এসেছেন। সফরের শুরুতে উইঞ্জার শহীদ মিনারে বাংলাদেশের সকল শহীদদের জন্য শ্রদ্ধা জ্ঞাপন করেন। এর আগে তিনি ঢাকা বিমানবন্দরে পৌছলে বাংলাদেশের পর রাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ তাকে স্বাগত জানান। উইঞ্জারের সাথে ভারতে নিযুক্ত সে দেশের রাষ্ট্রদূত এবং তাদের পররাষ্ট্র মন্ত্রনালয়ের দক্ষিন এশিয়া ডেস্কের প্রধানও এসেছেন। বিমানবন্দরে এ সময় স্বাস্থ্যমন্ত্রী জহুর আহমদ চৌধুরী, আওয়ামী লীগ নেতা আব্দুল মোমিন, কে এম ওবায়দুর রহমান, মোঃ মহসিন, গাজী গোলাম মোস্তফা ও ৪ ছাত্রনেতা উপস্থিত ছিলেন।