You dont have javascript enabled! Please enable it! 1972.01.15 | ১৫ জানুয়ারী ১৯৭২ঃ ত্রান ও পুনর্বাসন মন্ত্রী এএইচএম কামরুজ্জামান এর কর্মব্যস্ততা - সংগ্রামের নোটবুক

১৫ জানুয়ারী ১৯৭২ঃ ত্রান ও পুনর্বাসন মন্ত্রী এএইচএম কামরুজ্জামান এর কর্মব্যস্ততা।

ত্রান ও পুনর্বাসন মন্ত্রী এএইচএম কামরুজ্জামানের সাথে আন্তজার্তিক রেডক্রসের প্রতিনিধি জনাব ডঃ এনরিক বিগনামী সাক্ষাত করেন। বিগনামী বাংলাদেশে ত্রান সহায়তা পরিকল্পনা সম্পর্কে তার সাথে আলাপ আলোচনা করেন। সুইডেনের একটি দাতব্য প্রতিষ্ঠান আঙ্কেল এরিক্স চিলড্রেন হেল্প এর প্রশাসক জনাব লারকাস ত্রানমন্ত্রীর সাথে দেখা করে ভোলায় একটি অনাথ আশ্রম প্রতিষ্ঠার প্রস্তাব দিয়েছেন। মন্ত্রী তাৎক্ষনিক তাদের প্রস্তাব অনুমোদন করেন। এ প্রতিষ্ঠানটি আগে ৭০ এর ঘূর্ণিঝড়ের পর ভোলায় একটি অনাথ আশ্রম পরিচালনা করে আসছেন। একদল জাপানী সাংবাদিক প্রতিনিধিদল ত্রান ও পুনর্বাসন মন্ত্রী এএইচএম কামরুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। বসৃষ্ট মহিলা পুনর্বাসন সংস্থার একটি প্রতিনিধিদল ত্রান ও পুনর্বাসন মন্ত্রী এএইচএম কামরুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। নিগৃহীত মহিলাদের জন্য তারা মন্ত্রীর কাছে সাহায্য চাইলে মন্ত্রী তাৎক্ষণিক তাদের জন্য একটি ভবন এবং মাসিক ৬ হাজার টাকা ভাতা মঞ্জুর করেন। তিনি বলেন সরকার এসকল মহিলাদের জন্য আরও সাহায্য সহযোগিতা প্রদান করবেন। শাহ মোয়াজ্জেম হোসেনের নেতৃত্ব এ একদল আইনজীবী ত্রান ও পুনর্বাসন মন্ত্রী এএইচএম কামরুজ্জামানের সাথে সাক্ষাৎ করেছেন। তারা আইনজীবীদের পুনর্বাসনের দাবী জানান।
নোটঃ মহিলা পুনর্বাসন সংস্থাকে নুরুল আমিনের বাসভবন দেয়া হয়েছিল।