১৫ জানুয়ারী ১৯৭২ঃ ক্যাপ্টেন মনসুর আলী
যোগাযোগ মন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী সচিবালয়ে কর্মকর্তাদের সাথে এক সভায় বলেছেন তার দেশ বুলগেরিয়া থেকে ৩টি সামুদ্রিক মালবাহী জাহাজ ক্রয় করবে। বন্ধু দেশ গুলির সাথে সামুদ্রিক বাণিজ্যে জাহাজ গুলো কাজে লাগানো হবে। এ ছাড়া জরুরী বিমান সার্ভিস চালুর প্রয়োজন মিটানোর জন্য ভারত থেকে দুটি বিমান ক্রয় করবে। তিনি বলেন সরকার দেশের বিধ্বস্ত যোগাযোগ বেবস্থা পুনর্গঠনে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছে। তিনি কর্মকর্তাদের দেশের সকল যোগাযোগ বেবস্থা চালু করার আহবান জানান।