You dont have javascript enabled! Please enable it! 1972.01.13 | এক পাকিস্তানের প্রচেষ্টা এখনো শেষ হয়ে যায়নি- লাহোরে জুলফিকার আলী ভূট্টো - সংগ্রামের নোটবুক

১৩ জানুয়ারী ১৯৭২ঃ এক পাকিস্তানের প্রচেষ্টা এখনো শেষ হয়ে যায়নি- লাহোরে জুলফিকার আলী ভূট্টো

পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টো লাহোরে বলেছেন দেশের (বাংলাদেশ সহ) সংহতি ও অখণ্ডতা বজায় রাখতে সব রকম প্রচেষ্টা নেয়া হয়েছে আর এজন্য তাকে সময় ও জনগনের সহায়তা দিতে হবে। একজন নির্বাচিত নেতা হিসেবে জনগন তার কাছ থেকে একক পাকিস্তান কায়েমের জন্য তড়িৎ পদক্ষেপ আশা করে। তিনি বলেন এখন উভয় পাকিস্তানের মধ্যে একটা যোগসূত্র স্থাপনের প্রশস্ত পথ খোলা রয়েছে। তিনি বিশ্বাস করেন শেখ মুজিবের সাথে তার যে আলোচনা হয়েছিল তাতে শেষ কথা বলার সময় এখনও হয়নি। তিনি বলেন এজন্য তিনি আপ্রান চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তিনি পূর্ব পাকিস্তানের বাস্তবতা নিয়ে শেখ মুজিবের বক্তব্য আমলে নিয়েছেন। তিনি বলেন এখনই কোন অপরিপক্ব সিদ্ধান্ত নিতে চাই না যা অদুর ভবিষ্যতে যখন সময় আসবে তখন আমরা আবার বসেই করতে পারবো। যে মোসলেম বাংলা ভারত থেকে বেরিয়ে এসেছে সে বাংলা পূর্ব পাকিস্তান ভারতীয় আগ্রাসনের মাধ্যমে পাকিস্তান থেকে বিচ্ছিন্ন হতে পারেনা। তিনি সাংবাদিকদের বলেন পূর্ব পাকিস্তান এখন ভারতের অধিকৃত এবং সেখানে সংখ্যাগরিষ্ঠ দলের নেতা ক্ষমতায় বসেছে তবে তারা এখনও পূর্ণ ক্ষমতা পায়নি এর জন্য সময় লাগবে।

তবে এটা খুব জরুরী ভারতীয় সৈন্য পূর্ব পাকিস্তান ছেড়ে যাক। তিনি বিশ্ব সম্প্রদায়কে বাংলাদেশকে তাড়াতাড়ি স্বীকৃতি না দেয়ার আহবান জানান। তাদের ভারতীয় সৈন্য প্রত্যাহার পর্যন্ত অপেক্ষা করা উচিত। কিছু কিছু দেশের স্বীকৃতি আমাদের মোসলেম বাংলার সাথে বোঝাপড়ার ক্ষেত্রে সমস্যা সৃষ্টি করতে পারে। তিনি বলেন পূর্ব পাকিস্তানের বিধ্বস্ত অর্থনীতি পুনর্গঠনে তাদের পশ্চিম পাকিস্তানী ভাইয়েরা এগিয়ে আসতে পারে। তিনি বলেন বিশ্ব সম্প্রদায়ের কাছে শেখ মুজিবের খাদ্য সাহায্য চাওয়াকে তিনি আমলে নিয়েছেন। তিনি কোনরূপ পূর্ব শর্ত ছাড়াই পূর্ব পাকিস্তানে খাদ্য ও অন্যান্য নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদি পাঠাতে প্রস্তুত আছেন। তিনি বলেন পূর্ব পাকিস্তানে বেসামরিক প্রশাসন পুনঃ প্রতিষ্ঠার পর পূর্ব পাকিস্তানীদের(পশ্চিমে বসবাসকারী)পূর্ব পাকিস্তানের পুনর্গঠন কাজে সাহায্যের জন্য যারা যেতে চাইবে তাদের সেখানে যেতে দেয়া হবে। করাচী স্থানীয় রেডিও সংবাদ গ্রিনিচ সময় ৪ টা।