You dont have javascript enabled! Please enable it!

বাঙলাদেশ সমর্থনে কাশ্মীর জাতীয় পরিষদ

শ্রীনগর, ২৫ এপ্রিল (ইউএন) জম্মু ও কাশ্মীর সাধারণ পরিষদের জাতীয় সম্মেলন বাঙলাদেশে পাকবাহিনীর অত্যাচারকে দ্ব্যর্থহীন ভাষায় ধিক্কার দিয়েছে।
সর্বসম্মত এক প্রস্তাবে এই সম্মেলন বাঙলাদেশে সগ্রামরত বীর সৈনিকদের প্রতি তাদের পূর্ণ সমর্থন জানিয়ে এই সংগ্রামকে যুদ্ধলােলুপ সামরিক শাসকদের হাত থেকে মুক্তি ও বাঁচার লড়াই বলে অভিহিত করা হয়েছে।
দলীয় নেতা শ্রীবন্নি গােলাম মহম্মদ এই প্রস্তাবটি উত্থাপন করার প্রাক্কালে লােকসভার বিগত অধিবেশনে গৃহীত বাঙলাদেশ সংহতি প্রস্তাবটির প্রতি পূর্ণ সমর্থন জানান।

সূত্র: কালান্তর, ২৬.৪.১৯৭১