১২ জানুয়ারী ১৯৭২ঃ অস্থায়ী সংবিধানের আলোকে নতুন মন্ত্রীসভার শপথ
অস্থায়ী সংবিধানের আলোকে দেশের জন্য হাইকোর্ট প্রতিষ্ঠা এবং প্রধান বিচারপতি নিয়োগের বিধান করে সাবেক নির্বাচন কমিশনার ও বিচারপতি সায়েমকে সকালে প্রধান বিচারপতি নিযুক্ত করা হয়। তারপর বঙ্গভবনে বিকেল ৪ টা ৩৫ মিনিটে নবনিযুক্ত রাষ্ট্রপতিকে শপথ পাঠ করান বাংলাদেশের হাইকোর্টের প্রধান বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। প্রেসিডেন্ট শেখ মুজিবুর রহমান প্রেসিডেন্ট পদ থেকে ইস্তফা প্রদান করেন। রাষ্ট্রপতি নিয়োগের পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন শেখ মুজিবুর রহমান। অস্থায়ী সংবিধান চালু হওয়ায় প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমেদ এবং তার মন্ত্রীসভা নবনিযুক্ত প্রেসিডেন্ট এর নিকট লিখিত ভাবে পদত্যাগ করেন। এর পর রাষ্ট্রপতি নবনিযুক্ত প্রধান মন্ত্রীকে মন্ত্রীসভা গঠনের আমন্ত্রন জানান। শেখ মুজিবুর রহমান তার ১২ সদস্য এর মন্ত্রীসভার নাম রাষ্ট্রপতির কাছে প্রেরন করেন এবং রাষ্ট্রপতি তাদের একে একে শপথ পাঠ করান। নতুন মন্ত্রীসভায় আগের সকল মন্ত্রী বহাল থাকে নতুন মন্ত্রী হিসাবে শপথ নেন ডঃ কামাল হোসেন। অনুষ্ঠানে মার্কিন মিশন ছাড়া সকল মিশন প্রধান উপস্থিত ছিলেন। এ ছাড়াও আগত কিছু বিদেশী অতিথি দেশী বিদেশী সাংবাদিক উপস্থিত ছিলেন। পাকিস্তানের মিত্র দেশ ইরানের প্রতিনিধিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।