You dont have javascript enabled! Please enable it! 1971.01.12 | স্বীকৃতি - সংগ্রামের নোটবুক

১২ জানুয়ারী ১৯৭২ঃ স্বীকৃতি

বুলগেরিয়া পোল্যান্ড এবং মঙ্গোলিয়া বাংলাদেশকে স্বীকৃতি দিয়েছে। বুলগেরিয়ার প্রেসিডেন্ট টডর জিভকভ আজ সোফিয়ায় এক অনুষ্ঠানে এ স্বীকৃতির কথা ঘোষণা করেন। তিনি একই সাথে বাংলাদেশের প্রেসিডেন্ট/প্রধানমন্ত্রী শেখ মুজিবুর রহমানের কাছে এক টেলিগ্রামে স্বীকৃতির বিষয়ে জানিয়েছেন। একই সাথে তিনি শেখ মুজিবুর রহমানের মুক্তি স্বদেশ প্রত্যাবর্তন এবং প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহনের জন্য অভিনন্দন জানিয়েছেন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ গুলোর মধ্যে বুলগেরিয়া হল ৪র্থ দেশ। ভারতে নিযুক্ত মঙ্গোলিয়ার রাষ্ট্রদূত দিল্লিস্থ বাংলাদেশ মিশন প্রধান হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করে মঙ্গোলীয় সরকারের বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পত্র হস্তান্তর করেন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ গুলোর মধ্যে পোল্যান্ড হল ৫ম দেশ। ভারত সফররত পোল্যান্ডের সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশ মিশন প্রধান হুমায়ুন রশিদ চৌধুরীর সাথে সাক্ষাৎ করে পোল্যান্ড সরকারের বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার পত্র হস্তান্তর করেন। বাংলাদেশকে স্বীকৃতি দানকারী দেশ গুলোর মধ্যে পোল্যান্ড হল ৬ষ্ঠ দেশ। মার্কিন সিনেটর কেনেডি এবং হামফ্রে প্রেসিডেন্ট নিক্সন কে অব্লম্বে বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার আহবান জানিয়েছেন।