১১ জানুয়ারী ১৯৭২ঃ বাংলাদেশকে স্বীকৃতি দিন – এয়ার ভাইস মার্শাল আসগর খান
পাকিস্তান তেহরিক ইস্তেকলাল নেতা ও সাবেক বিমান বাহিনী প্রধান এয়ার ভাইস মার্শাল আসগর খান করাচীতে এক সাংবাদিক সম্মেলনে পাকিস্তান সরকারকে এই মর্মে হুশিয়ার করে দেন যে পাকিস্তানের বাংলাদেশ পুনর্দখলের কোন চেষ্টা হলে তা হবে মারাত্মক। তিনি বলেন দেশের(পশ্চিম) সংহতির জন্য আমাদের ঐক্যবদ্ধ ভাবে চেষ্টা করা উচিত। বাংলাদেশ যে একটি স্বাধীন রাষ্ট্র তা পাকিস্তান সরকারের স্বীকার করে নেয়া উচিত। তিনি বলেন বাংলাদেশের মানুষের অন্তর ও মন জয় করার জন্যই স্বীকৃতি দেয়া উচিত এবং তাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে তোলা উচিত। তিনি ভুটটোর বিরুদ্ধে অভিযোগ করে বলেন তিনি মুজিবের মুক্তির পর অন্যান্য রাজনিতিকদের মুজিবের সাথে দেখা করতে বাধা সৃষ্টি করেছিলেন।