You dont have javascript enabled! Please enable it! 1972.01.11 | কায়রোতে আরেকটি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ - সংগ্রামের নোটবুক

১১ জানুয়ারী ১৯৭২ঃ কায়রোতে আরেকটি বাংলাদেশ পাকিস্তান যুদ্ধ

১০ তারিখ থেকে শুরু হওয়া আফ্র এশিয় সম্মেলনে বাংলাদেশ থেকে ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদল যোগ দিয়েছে। দলের নেতা হয়েছেন মোল্লা জালাল উদ্দিন। অপর সদস্যরা হলেন বাংলেদেশ আফ্র এশিয় গন সংহতি পরিষদ প্রেসিডেন্ট ন্যাপ এর মহিউদ্দিন আহমেদ, এমএনএ খালেদ মোহাম্মদ আলী, বাংলেদেশ আফ্র এশিয় গন সংহতি পরিষদ চেয়ারম্যান বজলুর রহমান। বাংলাদেশকে আমন্ত্রন না জানালে ভারত সম্মেলন বর্জন করবে হুমকি দেয়ার পর আয়োজক কমিটি পর্যবেক্ষক হিসেবে বাংলাদেশকে আমন্ত্রন জানান। বাংলাদেশকে আমন্ত্রন জানানোয় পাকিস্তান প্রথম দিন সম্মেলন বর্জন করে। পাকিস্তান দলের নেতা হিসেবে সেখানে গিয়েছেন বাঙ্গালী মাহমুদ আলী এবং সদস্য হিসেবে যান পিপিপি প্রভাবশালী নেতা কাওসার নিয়াজি। এদিন মাহ মুদ আলী তার ১০ মিনিটের বক্তব্বে ভারতের শক্তি প্রয়োগে বাংলাদেশের প্রতিনিধিদলকে আমন্ত্রন জানানোতে আয়োজকদের সমালোচনা করেন। আজ সম্মেলনের চেয়ারম্যান মিশরের মাহাম্মেদ আব্দেল সালাম জায়াত বলেছেন বাকী তিন দিনের অধিবেশনে পাকিস্তান অংশ নিবে।