১১ জানুয়ারী ১৯৭২ঃ নিক্সনের উদ্দেশে জগজীবন রাম
ভারতের প্রতিরক্ষা মন্ত্রী জগজীবন রাম ভিজাগাপত্তমে ভারতীয় নৌঘাঁটি পরিদর্শন পরবর্তী এক জনসভায় মার্কিন প্রেসিডেন্ট নিক্সনকে উপমহাদেশে কোন প্রকার হস্তক্ষেপ না করার আহবান জানান। অন্যথায় পাকিস্তানকে তাদের ধার দেয়া ডুবো জাহাজ গাজীর মতো তাদের অবস্থা হবে। তিনি এখানে পাকিস্তানের সাবমেরিন গাজীর ধ্বংসাবশেষ দেখতে এসেছিলেন। তিনি বলেন যুক্তরাষ্ট্র পাকিস্তানকে প্রশিক্ষণের জন্য গাজী সাবমেরিন দিয়েছিল। তারা কেন এখানে গাজীকে প্রেরন করেছিল। তারা কি জানত না ভিজাগ একটি নৌঘাঁটি। তিনি বলেন মার্কিন যুক্তরাষ্ট্র ভয়ভীতি দেখিয়ে ভারতকে যুদ্ধবিরতিতে বাধ্য করাতে চেয়েছিল আর এজন্যই তারা বঙ্গোপসাগরে সপ্তম নৌ বহরের একটি টাস্ক ফোর্স প্রেরন করেছিল। তিনি বলেন ভারতীয় নৌবাহিনী সপ্তম নৌবহরকে সপ্তম বেহেস্তে পাঠিয়ে দিবে।