৯ এপ্রিল ১৯৭১ শান্তি কমিটি
ঢাকায় খাজা খয়েরউদ্দীনকে আহ্বায়ক করে ১৪০ সদস্য বিশিষ্ট নাগরিক শান্তি কমিটি গঠন করা হয়। স্বাধীনতা বিরোধীদের কার্যক্রমের মধ্যে এটি বিশেষ উল্লেখযোগ্য ঘটনা। ঘোষণায় বলা হয়, এই ১৪০ সদস্য বিশিষ্ট কেন্দ্রীয় কমিটির অধীনে বিভিন্ন শহরের শান্তি কমিটিগুলো কাজ করবে। এই কমিটিকে আরো কো-অপ্ট করার ক্ষমতা দেওয়া হয়।
‘৭১এর শান্তি কমিটির সদস্যদের নামের তালিকা
এর ২১ সদস্যের একটি কার্যকরী কমিটিতে যারা ছিল তারা হল জনাব সৈয়দ খাজা খায়েরুদ্দিন (পুরাতন ঢাকা )কাউন্সিল মুসলিম লীগ , জনাব এ কিউ এম শফিকুল ইসলাম(নবীনগর ব্রাহ্মমবারিয়া)কাউন্সিল মুসলিম লীগ, অধ্যাপক গোলাম আযম ইসলাম(নবীনগর ব্রাহ্মমবারিয়া)জামাত, জনাব মাহমুদ আলী(সুনামগঞ্জ)পিডিপি , জনাব আব্দুল জব্বার খদ্দর(নোয়াখালী)পিডিপি, মওলানা সিদ্দিক আহমদ(দক্ষিন চট্টগ্রাম) নেজামে ইসলাম, জনাব আবুল কাশেম (উলিপুর কুড়িগ্রাম) কাউন্সিল মুসলিম লীগ বিএনপি ও জাপা নেতা মাইদুল ইসলামের পিতা, জনাব মোহন মিয়া(ফরিদপুর)পিডিপি বিএনপি নেতা কামাল ইবনে ইউসুফ এর পিতা,, মওলানা সৈয়দ মোহাম্মদ মাসুম, জনাব আব্দুল মতিন, অধ্যাপক গোলাম সারোয়ার(জামাত) , ব্যারিস্টার আফতাব উদ্দিন, পীর মোহসেন উদ্দিন(মাদারীপুর)জমিওতে উলামা ইসলাম , জনাব এএসএম সোলায়মান(সোনারগাঁ) কেএসপি, জনাব এ.কে রফিকুল হোসেন(পিডিপি), জনাব নুরুজ্জামান(ইসলামিক রিপাবলিকান পার্টি), জনাব আতাউল হক খান, জনাব তোয়াহা বিন হাবিব, মেজর (অবসর প্রাপ্ত) আফসার উদ্দিন(দক্ষিন বরিশাল পটুয়াখালী) ইসলামী গণতন্ত্রী দল , দেওয়ান ওয়ারাসাত আলী, এবং হাকিম ইরতেজাউর রহমান খান।
শান্তি কমিটির সমর্থক ও থিঙ্ক ট্যাংক
বিচারপতি জনাব এ কে এম বাকের(জামাত নোয়াখালী), মওলানা সাইয়েদ মুস্তফা মাহমুদ আলয়াখালি(জমিওত), মওলানা মুহম্মদ আবদুর রহীম(জামাত পিরোজপুর), পীর মোহসেন উদ্দীন, অধ্যাপক গোলাম আযম, জনাব এ কিউ এম শফিকুল ইসলাম, ড. হাসান জামান, ড: কাজী দীন মুহাম্মদ, ড. মফিজুল্লাহ কবীর, ড. মোহর আলী, ড. হাবিবুল্লাহ, অধ্য জালালুদ্দিন, ড. মুস্তাফিজুর রহমান, ব্যারিষ্টার আখতার উদ্দীন(বরিশাল মুস্লিম লীগ কনভেন্সন) , ব্যারিষ্টার কোরবান আলী, অধ্যাপক আবদুল গফুর, মওলানা ওবায়দুল্লাহ, মওলানা মোস্তাসির আহমদ রহমানী, অধ্য এ আর ফাতমী, অধ্য ইব্রাহিম খান, এডভোকেট এ. টি. সাদী, মেজর আফসার উদ্দীন, মওলানা সাইয়েদ মুহাম্মদ মাসুদ এবং ডা. গোলাম মোয়াজ্জেম।