৯ জানুয়ারী ১৯৭২ঃ আমি গৃহবধূ – বেগম মুজিব
ধানমণ্ডি ১৮ সড়কের বাড়ীতে একদল সাংবাদিকের প্রশ্নের জবাবে বেগম মুজিব বলেন আমি একটি বড় সংসার তত্ত্বাবধানের জন্য গুরুদায়িত্ব সম্পন্ন একজন গৃহিণী। আমি রাজনিতিবিদ নই। তিনি বলেন আপনাদের বঙ্গবন্ধু সারা জীবন রাজনীতি নিয়েই ব্যাস্ত ছিলেন। তিনি পরিবারের প্রতি লক্ষ্য রাখেন না। তিনি জানান ৩২ নম্বরের বাড়ীটি এখন বাসোপযোগী নয় তাই তারা একটি দ্বিতল বাসার খোজে আছেন।
নোটঃ পরে পাশের দোতলা বাড়ীটি নেয়া হয়েছিল। সেখানে দুই থেকে তিন মাস থেকেছিলেন তারা।