৯ জানুয়ারী ১৯৭২ঃ সাংবাদিক সম্মেলনে জন স্টোনহাউজ
ব্রিটিশ লেবার দলীয় এমপি জন স্টোন হাউজ এক সাংবাদিক সম্মেলনে বলেছেন বাংলাদেশের বাস্তহারাদের পুনর্বাসন এবং দেশের পুনর্গঠন কাজে তার দেশ সহায়তা দিয়ে যাবে। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ওয়ার অন ওয়ান্ত চেয়ারম্যান ডোনালড চেজওয়ার্থ এবং এমপি মাইকেল মেডিউ। তিনি বলন সরকারের সাহায্য চাহিদা সম্পর্কে তিনি ইতিমধ্যে বাংলাদেশ সরকারের সাথে কথা বলেছেন। বাংলাদেশের সাহায্য নিয়ে বিশ্ববাসীর এগিয়ে আসা উচিত বলে তিনি মত প্রদান করেন। তিনি বলেন তিনি এবং চেজওয়ারর্থ ব্রিটিশ দাতব্য সংস্থা অক্সফাম এবং ক্রিশ্চিয়ান চার্চ সোসাইটির সাথে কনসোর্টিয়াম করবেন। পাশাপাশি ব্রিটিশ সরকারের সাহায্যের আকার যাতে বড় হয় সে চেষ্টা করবেন। তিনি বলেন দেশে ১৮ লাখ টন খাদ্য ঘাটতির কথা তাকে জানানো হয়েছে আর এ মুহূর্তে বাংলাদেশীদের জন্য ৫ লাখ কম্বল ও ৪০০০ টন শিশু খাদ্য, ৫ লাখ টন খাদ্য প্রয়োজনীয় জ্বালানী তেল প্রয়োজন। স্টোন হাউজ বলেন বাংলাদেশ কে স্বীকৃতি দেয়ার জন্য শর্ত গুলি অনুকুল রয়েছে এবং তিনি ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রীকে এ ব্যাপারে তার বার্তাও পাঠিয়েছেন। তিনি বলেন তিনি ব্রিটিশ রেলপথ কারিগরি বিশেষজ্ঞ সহ আরও কয়েক শ্রেণীর বিশেষজ্ঞ বাংলাদেশে পাঠাবেন। সম্মেলনে চেজওয়ারর্থ বলেন তার প্রতিষ্ঠান এক বিমান ভর্তি সাহায্য পাঠানোর ব্যবস্থা করেছে এবং তার দেশের জনগনের তরফ থেকে আরও সাহায্য আসবে।