You dont have javascript enabled! Please enable it! 1972.01.08 | ধারা বর্ণনা দিতে ঢাকা এসেছেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায় - সংগ্রামের নোটবুক

৮ জানুয়ারী ১৯৭২ঃ ধারা বর্ণনা দিতে ঢাকা এসেছেন দেবদুলাল বন্দ্যোপাধ্যায়

আকাশ বানীর প্রখ্যাত বাংলা খবর পাঠক দেবদুলাল বন্দ্যোপাধ্যায় শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন উপলক্ষে ধারা বর্ণনা দিতে ঢাকা এসেছেন। বিমানবন্দরে তাকে স্বাগত জানান স্বাধীন বাংলা বেতারের চরমপত্র পাঠক ও বাংলাদেশ সরকারের তথ্য বিভাগ প্রধান এমআর আখতার মুকুল, ঢাকার আকাশবাণী প্রতিনিধি সুজিত বাবুও উপস্থিত ছিলেন। তাকে বাংলার দুলাল নামে মুক্তিকামী বাংলাদেশীরা আখ্যায়িত করে থাকে কারন ৯ মাসের মুক্তিযুদ্ধে বাঙ্গালীরা তার কণ্ঠ নিয়মিত শোনার অপেক্ষায় থাকত। ঢাকা পৌঁছেই দেবদুলাল আর অপেক্ষা না করে সরাসরি চলে যান বেগম মুজিবকে দেখতে সেখানে যেয়ে তিনি বেগম মুজিবের পদধূলি নেন। দেবদুলাল সাংবাদিকদের বলেন বাঙালি জাতির মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন এবং এদেশের মানুষের আনন্দ উৎসব উদযাপনে শরীক হওয়ার জন্য তিনি ঢাকা এসেছেন। তিনি ঢাকায় শেখ কামালের ব্যক্তিগত অতিথি হিসেবে আছেন।