You dont have javascript enabled! Please enable it! 1972.01.08 | হোটেল ক্লারিজ এ শেখ মুজিব - সংগ্রামের নোটবুক

হোটেল ক্লারিজ এ শেখ মুজিব

হোটেল ক্লারিজ ব্রিটেনের ঐতিহ্যবাহী এবং ভিভিআইপিদের জন্য হোটেল। ১৯৬৮ সালে আইয়ুব খানের ব্যক্তিগত সফরে এ হোটেলেই ছিলেন এবং সম্ভবত এই প্রেসিডেন্সিয়াল স্যুট ব্যাবহার করেছিলেন। পাকিস্তান সরকারের সরকারের শীর্ষ ব্যক্তিরা তাদের সফরকালে এ হোটেলই ব্যবহার করতেন। ১৯৬৯ ও ১৯৭৪ সালে নিক্সন তার সফরে এখানেই উঠেছিলেন। কিসিঞ্জার এখানে উঠেছিলেন ৭৫ সালে। আর ৭৫ এর নভেম্বরে এখানে উঠেছিলেন মিশরের প্রেসিডেন্ট সাদাত। অন্যান্য রাষ্ট্রের রাষ্ট্রপ্রধান বা মন্ত্রীরাও এখানেই উঠতেন। বিমানবন্দরে সাংবাদিকরা সময়মত পৌছতে পারেননি বা শেখ মুজিবের ছবি তুলতে পারেননি বলে তারা ক্লারিজ হোটেলে চলে আসেন ছবি তোলার জন্য। পোস্টের এ ছবিটি পাকিস্তানের কারাগার থেকে মুক্তি পাওয়ার পর প্রথম তোলা ছবি যখন তিনি গাড়ী থেকে নেমে হোটেলে প্রবেশ করছিলেন। তাদের তোলা ছবি গুলো দ্রুত রিলিজের প্রয়োজন ছিল। তাই তারা তা দ্রুত পাঠাতে ক্যাপশন ভুল করে বসেন। ডঃ কামালকে তারা লিখেন মিস্টার করিম (মিশন প্রধান)। টানা ৪ দিন নিউইয়র্ক টাইমস তাদের প্রধান সংবাদ হিসেবে শেখ মুজিবের মুক্তি ও লন্ডন হয়ে দেশে ফেরার উপর উপর নিউজ করে। হোটেলের নীচে অনেক বাঙ্গালী জমায়েত হয়েছিল। শেখ মুজিব তার আনুষঙ্গিক কাজ ও প্রস্তুতি সেরে জানালা দিয়ে তাদের অভিবাদন করেন। এখানেও ফটোগ্রাফাররা কিছু ভিডিও করতে সক্ষম হন।