৮ জানুয়ারী ১৯৭২ঃ লেবার নেতা হ্যারল্ড উইলসন শেখ মুজিবের সাথে দেখা করেন।
শেখ মুজিব মুক্তি পেয়ে লন্ডন এসেছেন খবর পেয়ে ক্লারিজ হোটেলে ছুটে এসেছিলেন সেই সময়ের ব্রিটেনের বিরোধী দলের নেতা হ্যারল্ড উইলসন। যিনি পরবর্তীতে ব্রিটেনের প্রধানমন্ত্রী হয়েছিলেন। সেখানে এসে বঙ্গবন্ধুকে প্রথম মি. প্রেসিডেন্ট বলে সম্বোধন করেছিলেন তিনি। দেখা করতে আরও এসেছিলেন ব্রিটেনের সেই সময়ের পররাষ্ট্রমন্ত্রী এলেক্স ডগলাস হিউম।
নোটঃ উভয়েই বাংলাদেশের স্বাধীনতা আন্দোলনের জোরালো সমর্থক ছিলেন। উইলসন আগস্টে হেলসিঙ্কি শান্তি সম্মেলনে স্বাধীন বাংলাদেশ এর পক্ষে জোরালো বক্তব্য রেখেছিলেন।