৭ জানুয়ারী ১৯৭২ঃ কমলাপুরের জনসভায় সৈয়দ নজরুল ইসলাম
অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম কমলাপুর স্টেশনের কাছে এক জনসভায় বলেছেন যুদ্ধোত্তর ধ্বংসস্তূপ থেকেই নতুন দেশ সোনারবাংলা গড়ে তুলতে হবে। বাংলাদেশের বিপর্যস্ত অর্থনীতিকে পুনরীজ্জিবিত করতে হবে। তিনি বলেন শ্রমিকদের আর অধিক কাজ করতে হবে কৃষকদের আরও অধিক খাদ্য ফলাতে হবে সরকারী কর্মচারীদের দেশপ্রেম নিয়ে কাজ করতে হবে। তিনি বলেন তিন হাজারী চার হাজারী পণ্য আমদানি বন্ধ করে বৈজ্ঞানিক ও কারিগরি যন্ত্রপাতি আমদানি করতে হবে। তিনি বলেন মুনাফাখোর মজুতদারীদের বরদাশ্ত করা হবে না। সুবিধাবাদ চাটুকারিতা চলবে না। স্বাধীনতা শুধু পতাকা উড়াবার বিষয় নয়। প্রতিটি মানুষের ঘরে সমৃদ্ধি আনতে হবে। তিনি বলেন জনগনের কল্যাণে নতুন রাষ্ট্র গড়ে তোলার চ্যালেঞ্জ আওয়ামী লীগ গ্রহন করেছে। তিনি বাংলাদেশের প্রেসিডেন্ট বঙ্গবন্ধু শেখ মুজিবকে সন্মানের সহিত মুক্তি দিয়ে সন্মানের সহিত দেশে প্রত্যাবর্তনের সুযোগ করে দেয়ার জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টোর প্রতি আহবান জানান। তিনি বলেন এটি করতে হবে এ অঞ্চলের শান্তির জন্য নহে তার দেশের অভ্যন্তরীণ শান্তির জন্যও তা করতে হবে। অন্যথায় বিশ্ব মানচিত্র থেকে পাকিস্তান মুছে যাবে। তিনি বলেন লক্ষাধিক পাকিস্তানী সৈন্য বন্দী হয়েছে ৪০০০০ নিহত হয়েছে।
বঙ্গবন্ধুর মুক্তি ছাড়া বন্দী মুক্তি বিবেচনা করাই হবে না। বাংলাদেশে হানাহানি ব্রিধি পেয়েছে বলে বিদেশী সংবাদ মাধ্যম গুলো যে সংবাদ পরিবেশন করেছে সে সম্পর্কে তিনি বলার আগেই জন গন মিথ্যা মিথ্যা স্লোগান দিতে থাকে। তিনি বলেন এখানে বসবাসকারী ভাষা গত কিংবা ধর্মীয় হউকনা কেন বাংলাদেশের প্রতি আনুগত্য স্বীকার করলে তার নিরাপত্তা দেবে সরকার। সৈয়দ নজরুল বলেন নয় মাসের যুদ্ধে ২৫ লাখ বাঙ্গালী নিহত হয়েছে সম্ভ্রম হারিয়েছে ১ লাখ বাঙ্গালী মা বোন। এ ধরনের অত্যাচারের নজীর আর পৃথিবীতে নেই। তিনি বলেন এধরনের অপরাধীদের সনাক্ত করার পর তাদের বিচারের আওতায় আনা হবে। তিনি বলেন এখন থেকে দেশে ধর্মের নামে ভণ্ডামি চলবে না। সকল ধর্মের লোক বিনা বাধায় তাদের ধর্ম কর্ম পালন করবেন। ঢাকা জেলা আওয়ামী লীগ সাধারন সম্পাদক ময়েজ উদ্দিন এ সভায় সভাপতিত্ব করেন। সভায় আরও বক্তব্য দেন আওয়ামী লীগ প্রচার সম্পাদক আব্দুল মোমেন, সমাজসেবা সম্পাদক কেএম ওবায়দুর রহমান, ঢাকা শহর আওয়ামী লীগ সাধারন সম্পাদক গাজী গোলাম মোস্তফা, আওয়ামী লীগ নেতা কোরবান আলী। ঢাকা সফররত ব্রিটিশ লেবার এমপি জন স্টোন হাউজ অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলামের সাথে সাক্ষাৎ করেছেন। তিনি রাষ্ট্রপতিকে বাংলাদেশ মানচিত্র খচিত টাই উপহার দেন।