You dont have javascript enabled! Please enable it! 1972.01.07 | অধ্যাপক মোজাফফর আহমেদ - সংগ্রামের নোটবুক

৭ জানুয়ারী ১৯৭২ঃ অধ্যাপক মোজাফফর আহমেদ

দিল্লী থেকে ফিরে এসে ন্যাপ প্রধান ও ৫ দলীয় পরামর্শক কমিটি সদস্য অধ্যাপক মোজাফফর আহমেদ দেশে দ্রব্য মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি বলেন দ্রব্যমূল্য দিন দিন মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে। এ অবস্থা চলতে দেয়া উচিত নয়। দেশের জনগন প্রচুর রক্ত দিয়েছে এবং জাতি স্বাধীন বাংলাদেশে একটি সুখী সমৃদ্ধ জীবন গড়ে তোলার উদ্দেশে বর্বর পাক হানাদের দের বিরুদ্ধে বীরত্বপূর্ণ সংগ্রাম করেছে। তিনি অত্যাবশ্যকীয় পণ্য এর মূল্য নির্ধারণ করে দেয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানান। তিনি বন্ধু রাষ্ট্র সমুহ হতে দ্রুত আমদানি বৃদ্ধি এবং বন্ধ শিল্প কারখানা গুলো চালু করার জন্য সরকারকে তাগিদ দেন। তিনি ব্যাবসায়ীদের মজুদ দারী না করে স্বাভাবিক সরবরাহ ব্যাবস্থা চালু রাখার আবেদন জানান।