৭ জানুয়ারী ১৯৭২ঃ সুত্রাপুরে ছাত্রলীগের জনসভা
সুত্রাপুর আঞ্চলিক ছাত্রলীগের উদ্যোগে এক জনসভা অনুষ্ঠিত হয়। সভায় বিশ্ব এর তৃতীয় মতবাদ মুজিববাদ প্রতিষ্ঠার শপথ গ্রহন করা হয়। সভায় সভাপতিত্ব করেন গোলাম হোসেন। বক্তৃতা করেব ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক মনিরুল হক চৌধুরী, প্রচার সম্পাদক এম এ রশিদ, প্রমোদ সম্পাদক শেখ ফজলুল হক সেলিম, মজিবুর রহমান, শাহজাহান হাফিজ ও শহিদুল হক। সভায় যে কোন মূল্য এ মুজি্ববাদ প্রতিষ্ঠার সংগ্রাম চালিয়ে যাওয়ার সংকল্প ঘোষণা করা হয়। সভায় বক্তারা বলেন দেশে ভৌগলিক স্বাধীনতা অর্জন হয়েছে মাত্র এখনও মুজিবের ধ্যান ধারনা আদর্শ মতবাদ বা মুজিব বাদ প্রতিষ্ঠিত হয়নি তাই আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে।