৭ জানুয়ারী ১৯৭২ঃ ডঃ কামালকে মুক্তি দেয়া হয়েছে।
পাকিস্তানের হরিপুর কারাগার থেকে ডঃ কামালকে মুক্তি দেয়া হয়েছে। তাকে সিহালা রেস্ট হাউজে শেখ মুজিবের সাথে রাখা হয়েছে। তার সাথে তার পরিবারকে করাচী থেকে এখানে আনা হয়েছে। প্রেসিডেন্ট লারকানায় সাংবাদিক সম্মেলনে গতকাল এ কথা বলেন। মুক্তি পরবর্তী তার অবস্থান সম্পর্কে কিছু বলেননি। এপি জানিয়েছে এপ্রিলে তিনি পাক সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণ করেছিলেন।