দিল্লী থেকে ঢাকা ঃ শেখ মুজিবের স্বদেশ প্রত্যাবর্তন
ঢাকায় বিমান অবতরন করে দুপুর ১টা ৪১ মিনিটে ।নামার আগে বিমান টি ঢাকার আশে পাশে কয়েকবার চক্কর দেয় ।শেখ মুজিব যুদ্ধ বিদ্ধস্থ দেশ টাকে একটু দেখে নিলেন । বিমান থেকে নামার পর দেখতে পেলেন জনস্রোত আর মানুষের স্লোগানে মুখরিত চারপাশ। সোচ্চার ধ্বনি উঠছে, ‘জয় বাংলা’, ‘জয় বঙ্গবন্ধু’, ‘জয় মুক্তিযুদ্ধ’। বিমানবন্দর থেকে পল্টন ময়দান—এক বিপুল জনসমুদ্র। ‘সে এক অভূতপূর্ব মুহূর্ত, চারদিকে মুক্তি আর মহানেতাকে ফিরে পাওয়ার আনন্দ। বিমান বন্দরে সকল পর্যায়ের নেতা কর্মীরা উপস্থিত ছিলেন ।শেখ মুজিব কে গার্ড অফ অনার দেয়া হয় অনার অনুষ্ঠান পরিচালনা করেন মেজর মইনুল । শেখ মুজিব কে খোলা গাড়িতে করে ঢাকায় রেসকোর্স গ্রাউন্ডে নেয়া হয় ।সেখানে তিনি আবেগ ঘন বক্তৃতা দেন ।অল ইন্ডিয়া রেডিও, কলকাতা কেন্দ্র থেকে এলেন দেব দুলাল বন্দ্যোপাধ্যায় আর দিল্লী থেকে এসেছিলেন ইংরেজি বিভাগের প্রধান সংবাদ পাঠক ও ভাষ্যকার সুরজিত সেন এবং উর্দু ভাষায় সরাসরি ধারাবিবরণী দেয়ার জন্য ঢাকা এসেছিলেন কে. কে. নায়ার।
ঐতিহাসিক এই বিমানের চালক ছিলেন স্কোয়াড্রন লিডার কুক। সহ পাইলট ছিলেন ফ্লাইট লেফটেন্যান্ট স্নেডেন ,ন্যাভিগেটর ফ্লাইট লেফটেন্যান্ট বোনার, ইঞ্জিনিয়ার ফ্লাইট লেফটেন্যান্ট লি ,এয়ার লোড মাষ্টার সার্জেন্ট টোনার ,৩ জন গ্রাউন্ড ইঞ্জিনিয়ার নিটবেল ,লিউটন ও রিক সিকিউরিটি পুলিশ করপোরাল জেমস ও ফিলিপ, এ ছাড়া ২ জন স্টুয়ার্ড ও একজন বিমান বালাও ছিলেন ।