শরণার্থীদের বিষয়ে কয়েকটি দেশের ভারতকে সাহায্যের আশ্বাস
নয়াদিল্লী, ১৬ জুন (ইউএনআই) বাঙলাদেশে পাক জঙ্গীচক্র যে পরিস্থিতি সৃষ্টি করেছে তার মােকাবিলায় হাঙ্গরী, সুইডেন, অস্ট্রিয়া এবং ইতালী যতখানি সম্ভব করবে বলে ভারতকে আশ্বাস দিয়েছে।
ঐ দেশগুলি সফরসন্ত আজ এখানে প্রত্যাবর্তন করে ভারতের শিল্পোন্নয়ন মন্ত্রী শ্রীমৈনুল হক চৌধুরী এ কথা জানান।
বাঙলাদেশে পাকিস্তানের আক্রমণের ফলে ভারতকে যে সমস্যার সম্মুখীন হতে হয়েছে সে সম্পর্কে বিভিন্ন বিদেশী রাষ্ট্রগুলিকে অবহিত করার জন্য ভারত যে কূটনৈতিক উদ্যোগ নিয়েছে, উপরােক্ত দেশগুলিতে শ্রীহক চৌধুরীর সফর তারই অংশ। শ্রীহক চৌধুরী বলেছেন যে, তাঁর সফর করা প্রতিটি দেশের সরকারই পরিস্থিতির গুরুত্ব উপলব্ধি করেছেন।
সূত্র: কালান্তর, ১৭.৬.১৯৭১