You dont have javascript enabled! Please enable it! 1971.04.06 | আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেনের মৃত্যুবার্ষিকী  - সংগ্রামের নোটবুক

৬ এপ্রিল আওয়ামীলীগ নেতা আমজাদ হোসেনের (MNA) মৃত্যুবার্ষিকী

আওয়ামী লীগের পাবনার প্রতিষ্ঠাকালীন সংগঠক ভাষা সৈনিক জননেতা আমজাদ হোসেন (জন্ম ১৯২৪)।কলকাতায় পড়ার সময় তিনি হোসেন শহীদ সোহরাওয়ার্দীর সান্নিধ্য লাভ করেন এবং রাজনীতির সঙ্গে যুক্ত হন। ১৯৫৬-৫৭ সালে শহীদ সোহরাওয়ার্দী পাকিস্তানের প্রধানমন্ত্রী নিযুক্ত হলে আমজাদ হোসেন তাঁর একান্ত সচিব হিসেবে দায়িত্ব পালন করেন। আওয়ামী লীগ থেকে নির্বাচন করে ১৯৫৪ এমএলএ ১৯৫৬ সালে এমপি ১৯৬২ ও ১৯৭০ সলে পাবনা সদর আসন থেকে এমএনএ (জাতীয় পরিষদ সদস্য) নির্বাচিত হন। তিনি আওয়ামী লীগের ১৯৫৬-১৯৫৮ সময় কালে ১২ জন কেন্দ্রীয় এমপি এর একজন ছিলেন। ১৯৭১ সালের অসহযোগ আন্দোলন ও মুক্তিযুদ্ধে পাবনার মুক্তিকামী মানুষদের সংগঠিত করার পাশাপাশি ২৫ মার্চের পর পাবনা মুক্তিযুদ্ধ কমান্ডের আহ্বায়ক হিসেবে মুক্তিযুদ্ধ পরিচালনা করেন। তার মনোবলের কারনেই মুক্তিযোদ্ধারা পাক বাহিনীকে পরাজিত করেছিল। দেশপ্রেমিক এই জননেতা আমজাদ হোসেন, এমএনএ ১৯৭১ সালের ৬ এপ্রিল বুক ব্যাথা ও শ্বাসকষ্ট জানিত কারনে পাবনা সদর হাসপাতালে ভর্তি হন সেখানে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেন। অবাঙ্গালী চিকিৎসকের অবহেলায় তার মৃত্যু হয়েছে বলে অনেকে মনে করেন।