৪ এপ্রিল ১৯৭১ রাজনৈতিক দল
ঢাকায় পাকিস্তান ডেমোক্রেটিক পার্টি প্রধান নূরুল আমিনের নেতৃত্বে ১২ সদস্য এর একটি প্রতিনিধি দল পাকিস্তান সেনাবাহিনীর পূর্বাঞ্চলীয় প্রশাসক জেনারেল টিক্কাখানের সাথে সাক্ষাৎ করে। প্রতিনিধি দলের সদস্য মৌলবী ফরিদ আহমদ (ভাইস প্রেসিডেন্ট পিডিপি), অধ্যাপক গোলাম আজম, খাজা খয়রুদ্দিন(কাউন্সিল মুসলিম লীগ), শফিকুল ইসলাম, মওলানা নুরুজ্জামান প্রমুখ জেনারেল টিক্কাকে পূর্ণ সমর্থন জানায় ও সহযোগিতার আশ্বাস দেয়। তারা সেনাবাহিনীর তত্ত্বাবধানে নাগরিক কমিটি গঠনের প্রস্তাব দেয়। এই সংবাদ ৫ তারিখের বেশির ভাগ সংবাদপত্রে আসেনি। ৬ তারিখের সংবাদপত্রেই খবরটি প্রচার হয়। বৈঠকের সময় মেজর জেনারেল রাও ফরমান আলী, লে কর্নেল সিদ্দিক সালিক উপস্থিত ছিলেন।