You dont have javascript enabled! Please enable it! 1972.01.04 | নেতৃবৃন্দ - সংগ্রামের নোটবুক

৪ জানুয়ারী ১৯৭২ঃ নেতৃবৃন্দ

কালিয়াকৈরে ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল হক
কালিয়াকৈরে এক জনসভায় ঢাকা জেলা আওয়ামী লীগ সভাপতি শামসুল হক বলেছেন লাখ লাখ মানুষের আত্মত্যাগের বিনিময়ে মিত্রবাহিনীর সশস্র সংগ্রামের ফলে অর্জিত স্বাধীনতা আমাদের রুখতে হবে। তিনি বলেন মাতৃভূমির পুনর্গঠন এবং লক্ষ লক্ষ বাস্তহারাকে পুনর্বাসনের জন্য আমাদের দিন রাত পরিশ্রম করতে হবে। সভায় আরও বক্তব্য রাখেন হাবিবুল্লাহ, রহমত আলী এবং ছাত্রলীগ নেতা দেওয়ান ইব্রাহিম।
আগামীকাল জয়দেবপিকালেবং পরশু শ্রীপুরে জনসমাবেশ করবে আওয়ামী লীগ।
শ্রমিক লীগ সাধারন সম্পাদক আব্দুল মান্নান
জাতীয় শ্রমিক লীগের সাধারন সম্পাদক আব্দুল মান্নান এমএনএ ঘোড়াশালে এক শ্রমিক সমাবেশে বলেছেন এতদিন দেশের মুক্তির জন্য লড়াই করেছে এখন লড়াই করব সমাজতন্ত্রের জন্য। তিনি বলেন মালিক বিহীন কল কারখানা শ্রমিকদের দিতে হবে। বাঙ্গালী পুজিপতিদের তিনি হুমকি দিয়ে বলেন এগুলি কেউ নাম মাত্র মুল্লে কেনার চেষ্টা করলে তা বরদাস্ত করা হবে না। যুদ্ধকালীন সময়ে দুর্বৃত্তরা কল কারখানার যন্ত্রাংশ চুরি করে নিয়ে গেছে এদের প্রতিরোধ করার জন্য তিনি আহবান জানান। সভায় দলের সভাপতি মোঃ শাহজাহান বক্তব্য রাখেন।