You dont have javascript enabled! Please enable it! 1972.01.04 | ৪ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের মুক্তি প্রসঙ্গে আব্দুস সামাদ আজাদ - সংগ্রামের নোটবুক

৪ জানুয়ারী ১৯৭২ঃ শেখ মুজিবের মুক্তি প্রসঙ্গে আব্দুস সামাদ আজাদ

বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদ ঢাকায় সাংবাদিকদের বলেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মুক্তি পেয়ে দেশে প্রত্যাবর্তন না করা পর্যন্ত তার সরকার সকল চ্যানেলে বঙ্গবন্ধু শেখ মুজিব এর মুক্তির কূটনীতিক প্রক্রিয়া অব্যাহত রাখবে। তিনি বলেন এখনও বঙ্গবন্ধু শেখ মুজিবের মুক্তির কোন প্রজ্ঞাপন জারী হয়নি। যা শোনা গেছে তা হল এক জনসভায় মুক্তির কথা এবং বেতার সংবাদ। পররাষ্ট্র দপ্তর এবং আন্তজার্তিক রেডক্রস এখনও পাকিস্তান সরকারের মুক্তির কোন নির্দেশ নামা পায়নি। তিনি বলেন আমরা সকল উৎস থেকে জানার চেষ্টা করেছি কিন্তু কেউ এ বিষয়ে অবহিত নয়। তিনি বলেন পাকিস্তানের ঘোষণা বিশ্ব জনমতকে বিভ্রান্ত করার অপচেষ্টা মাত্র। তিনি বলেন বঙ্গবন্ধুর মুক্তির কাজ তরান্বিত করতে তিনি আগামিকাল ভারত যাচ্ছেন। ভারতে বাংলাদেশ সরকার বঙ্গবন্ধু শেখ মুজিবকে আনার জন্য একটি ভাড়া করা বিমান প্রস্তুত রেখেছে। তিনি রেডক্রসকে পাকিস্তানে অবস্থানরত বাঙ্গালীদের একটি তালিকা পাকিস্তান সরকার থেকে গ্রহন করার জন্য বলেছেন।