You dont have javascript enabled! Please enable it! 1972.01.04 | তাজ উদ্দিন আহমেদ - সংগ্রামের নোটবুক

৪ জানুয়ারী ১৯৭২ঃ তাজ উদ্দিন আহমেদ

প্রধানমন্ত্রী তাজ উদ্দিন আহমেদ ছাত্রলীগের প্রতিষ্ঠা বার্ষিকীর ইঞ্জিনিয়ার্স ইন্সটিটিউটের সভায় শেখ মুজিবুর রহমানের মুক্তি নিয়ে ছলাকলা ও চক্রান্তের বিরুদ্ধে পাকিস্তানের প্রেসিডেন্ট জুলফিকার আলী ভূট্টোকে সতর্ক করে দিয়েছেন। তিনি বলেন বাংলাদেশের প্রেসিডেন্ট এর মুক্তির ব্যাপারে ইচ্ছাকৃত দীর্ঘসূত্রিতা পাকিস্তানের জন্য ভয়াবহ পরিস্থিতি বয়ে আনবে। তাজ উদ্দিন বলেন শেখ মুজিবের মুক্তির সাথে সাথে তাকে আনার জন্য সরকার সকল বেবস্থা চূড়ান্ত করে রেখেছেন। কোন বিলম্ব যাতে না হয় সে জন্য একটি বিমান ভারা করে রাখা হয়েছে যা বোম্বাই বিমান বন্দরে অপেক্ষায় আছে। তিনি বলেন পৃথিবীর অনেক দেশ বাংলাদেশকে স্বীকৃতি দেয়ার জন্য যখন চিন্তা ভাবনা করছেন তখন ভূট্টো তাদের বিভ্রান্ত করার চেষ্টা করছেন। কিন্তু ভূট্টোর এ খেলা সফল হবে না। বঙ্গবন্ধুর মুক্তির ব্যাপারে আমাদের প্রচেষ্টার কোন শিথিলতা দেখানো হবে না। ছাত্রলীগ প্রসঙ্গে তাজ উদ্দিন বলেন ছাত্রলীগের বীরত্ব অনুপম। তারাই প্রথম নিয়মতান্ত্রিক আন্দোলনকে সশস্র রুপ দিয়েছিল। যারা কোন দিন অস্র ধরেনি তারা কয়েক সপ্তাহের প্রশিক্ষনে যোদ্ধা হয়ে বীর বিক্রমে স্বাধীনতার জন্য পাক বাহিনীর বিরুদ্ধে লড়ে গিয়েছে।