৪ এপ্রিল ১৯৭১ ভারতীয় প্রধান মন্ত্রীর বৈদেশিক বিষয়ক উপদেষ্টা পিএন হাকসার এবং ভারতীয় প্রধানমন্ত্রীর আরো কয়েকজন নীতিনির্ধারকের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠক শেষে জনাব তাজউদ্দীন সরকার গঠনের তৎপরতা শুরু করেন। তার দলের হাই কম্যান্ড এবং সেনা কর্মকর্তাদের একত্রীকরণের কাজ শুরু করে দেন। ভারতীয় সরকারের তরফ থেকে অবসরপ্রাপ্ত সামরিক কর্মকর্তা নগেন্দ্র সিংহ কে তাজউদ্দীনের সাথে এটাচ করা হয়। এরই মধ্যে কাম্রুজ্জামান এবং মনসুর আলী বগুড়া হয়ে পশ্চিম বঙ্গে রওয়ানা দিয়াছেন। সৈয়দ নজরুল এবং মস্তাক আহমদ এর অবস্থান জানা যায়নি।