You dont have javascript enabled! Please enable it! 1972.01.04 | সেক্টর কমান্ডারদের সভা - সংগ্রামের নোটবুক

৪ জানুয়ারী ১৯৭২ঃ সেক্টর কমান্ডারদের সভা

ঢাকায় অবস্থানরত সেক্টর কমান্ডারদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় বাংলাদেশ বাহিনী প্রধান কর্নেল ওসমানী বলেন সশস্র বাহিনীর সদস্যদের রাজনীতিতে যুক্ত থাকা যাবে না। তিনি বলেন উপস্থিত সেনা বাহিনীর সদস্যগণ জাতির চূড়ান্ত সংকটময় মুহূর্তে দেশের জন্য যুদ্ধ করেছেন এদের অনেকেই যুদ্ধের মধ্যে অনেক ত্যাগ স্বীকার করেছেন। তিনি বলেন তারা এখন নিয়মিত বাহিনীর সদস্য তারা দেশের প্রতি সম্পূর্ণ আনুগত্য স্বীকার করেছেন। সম্মেলনে অর্থমন্ত্রী ক্যাপ্টেন মনসুর আলী যোগাযোগ মন্ত্রী শেখ আব্দুল আজিজ, শিক্ষামন্ত্রী ইউসুফ আলী, শ্রম মন্ত্রী জহুর আহমেদ চৌধুরী কৃষি ও খাদ্য মন্ত্রী ফণী ভূষণ মজুমদার, ভারতীয় সেনাবাহিনীর কর্নেল দাস, চীফ অব স্টাফ কর্নেল রব, বাংলাদেশ বাহিনী উপ প্রধান একে খন্দকার উপস্থিত ছিলেন।