৩ জানুয়ারী ১৯৭২ঃ আব্দুস সামাদ আজাদ
সোভিয়েত ইউনিয়নের ঢাকাস্থ মিশনের কর্মকর্তা ভি আই গুরজেনভ বলেন সোভিয়েত ইউনিয়নের পররাষ্ট্র দপ্তর শেখ মুজিবের মুক্তির বিষয়ে বিভিন্ন উপায়ে পাকিস্তানকে অনবরত চাপ দিয়ে যাচ্ছে। সোভিয়েত কন্সাল পোপভের সাথে ভিআই গুরজেনভ পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে বঙ্গভবনে দেখা করে একথা বলেন। আব্দুস সামাদ আজাদ তাদের, তাদের দেশের সরকার, জনগন এবং কম্যুনিস্ট পার্টিকে বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামে সমর্থন দেয়ার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। পাকিস্তান সরকারের আমলের ঢাকাস্থ ব্রিটিশ ডেপুটি হাই কমিশনের প্রধান আরজি বিটন পররাষ্ট্রমন্ত্রী আব্দুস সামাদ আজাদের সাথে বঙ্গভবনে দেখা করেছেন।