You dont have javascript enabled! Please enable it! 1971.07.02 | উপজাতি শরণার্থীদের ত্রিপুরায় প্রবেশে বাধা | দেশের ডাক - সংগ্রামের নোটবুক

উপজাতি শরণার্থীদের ত্রিপুরায় প্রবেশে বাধা

ত্রিপুরা রাজ্য উপজাতি গণমুক্তি পরিষদের পক্ষ থেকে সম্পাদক শ্রী অভিরাম দেববর্মা এম.এল.ও নিম্নলিখিত বিবৃতি দিয়েছেন।
‘আমরা জেনে স্তম্ভিত হলাম যে, পাক দস্যুদের আক্রমণ, অগ্নিসংযােগে ও লুণ্ঠনে সর্বশান্ত হয়ে যে সকল চাকমা শরণার্থী রামগড় থেকে শিলাছড়ি ও অমরপুর ঢুকেছেন বি.এস.এফ তাদের উপর জুলুম চালাচ্ছে এবং তাদের প্রবেশে বাধা দিচ্ছে। আমরা এর তীব্র প্রতিবাদ করি, উপজাতীয় শরণার্থীদের উপর জুলুমের তদন্ত দাবি করি এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার নিশ্চয়তা দাবি করি, শরণার্থীদের শিবিরে স্থান করে দেবার দাবি জানাই।’

সূত্র: দেশের ডাক
০২ জুলাই, ১৯৭১
১৭ আষাঢ়, ১৩৭৮